পরম পূজনীয় সিদ্ধি পুরুষ গোবিন্দ ঠাকুর ও উপ-সংঘরাজ শ্রীমৎ গুণালংকার মহাস্থবির স্মরণে মহতী ধর্মসভা ১৬ জানুয়ারি মংগলবার ঐতিহ্যবাহী জোবরা গ্রামে
প্রতিবছরের মত এবারও উপমহাদেশের দুই দিকপাল সিদ্ধি পুরুষ পূজনীয় গোবিন্দ ঠাকুর ও উপ- সংঘরাজ শ্রীমৎ গুনালংকার মহাস্থবির স্মরণে মহতী ধর্ম সভা ১৬ জানুয়ারি মংগলবার সকালে হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী জোবরা গ্রামের সবুজ প্রান্তরে দিন ব্যাপী অনুষ্ঠান মালায় পালিত হবে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে অষ্টপরিস্কারসহ সংঘদান, অাটাশ বুদ্ধের পূজা, থাইল্যান্ড থেকে অানীত সিদ্ধি পুরুষ গোবিন্দ ঠাকুরের প্রতিবিম্বের জীবন প্রতিষ্ঠা ও সদ্ধর্মানুষ্ঠান।
মহতি পূণ্যানুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করবেন্, বাংলাদেশী বৌদ্ধদের ২য় সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য উপসংঘরাজ, শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাস্থবির , প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপসংঘরাজ, শ্রুতিধর শীলানন্দ মহাস্থবির, প্রধান ধর্মদেশক হিসাবে উপস্থিত থাকবেন উপ-সংঘরাজ ধম্মপ্রিয় মহাস্থবির সহ প্রাজ্ঞ ভিক্ষু সংঘ উপস্থিত থাকার কথা রয়েছে।
উক্ত পুন্যানুষ্ঠানে আপনাদের নান্দনিক উপস্হিতি কামনা করেছেন পরম সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির পরিচালনা কমিটি।