অনবদ্য-অসাধারণ গায়কি। সুরের মাদকতায় এগিয়ে থাকা ফিজ আপ চ্যানেল আই সেরা কন্ঠ-২০১৭ এর অন্যতম প্রতিযোগী, চট্টগ্রামের একমাত্র প্রতিনিধি চ্ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মৌমিতা ফাইনালিষ্ট হিসাবে সেরা দশে অবস্থান করছে। তাকে সেরাদের সেরা অবস্থানে দেখতে চাইলে বেশী বেশী SMS এর মাধ্যমে ভোট প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে। ভোটিং লাইন খোলা থাকবে আগামী ১৩ জানুয়ারী দুপুর ১২.০০ টা পর্যন্ত।
SMS করার নিয়ম:
১. আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SK<space>MOUMITA অর্থ্যাৎ SK MOUMITA লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারে যত খুশী তত, যে কোন মোবাইল অপারেটরের থেকে।
২. প্রবাসীরও SK MOUMITA লিখে 00886969 অথবা +886969 নাম্বারে যতখুশী তত যে কোন মোবাইল অপারেটর থেকে।
শিল্পী মৌমিতা বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনশীপ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী। পিতা ত্রিদিব বড়ুয়া রানা একজন গুনী সংগীত শিল্পী। মা রিক্তা বড়ুয়া একজন আইনজীবী। ছোট বোন সুস্মিতা বড়ুয়া রিচি ও একজন সংগীত শিল্পী।
ছোটবেলা থেকে বাবার হাতেই মৌমিতার গানের হাতেখড়ি। এর পর তালিম নিয়েছেন অনুপ্রভা বড়ুয়া লিনা কাছে। বর্তমানে ৮/৯ বছর ধরে সুব্রত দাশ অনুজের কাছে গানের তালিম নিচ্ছেন।
উল্লেখ্য গত ১৯ মে শুক্রবার চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে সেরাকন্ঠ ২০১৭ এর প্রাথমিক অডিশন অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগের কয়েক হাজার শিল্পী অংশ গ্রহন করে। চট্টগ্রাম রাউন্ডে উত্তীর্ণরাই ঢাকার ইয়েস কার্ড পেয়েছে।