ভিক্ষু অমিতাভ:
সোমবার ( ৮ই জানুয়ারী) প্রতি বছরের ন্যায় পূজ্য বনভন্তের ৯৯তম শুভ জন্ম জয়ন্তী পালন করা হয়। ভোর ৪:৩০ মিনিটে ভিক্ষুসংঘের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়, এরপর পুষ্পস্তবক প্রদান করেন রাজবন বিহার পরিচালনা কমিটিসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আরো শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাঙামাটির জেলা পরিষদ চেয়ারম্যান বাবু বৃষকেতু চাকমা।
পূজ্য বনভন্তের জন্মদিনের কেক কাটেন পূজ্য বনভন্তের শিষ্যসংঘের প্রধান এবং রাজবন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির মহোদয়, এরপর তিনি বেলুনও উত্তোলন করেন এবং তারপর উপস্থিত সদ্ধর্মপ্রাণ উপাসক/উপাসিকা ও সর্বসাধারণেরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এর ধারাবাহিকতায় সকাল ৮:৪৫ মিনিটে ভিক্ষুসংঘ অনুষ্ঠান মঞ্চে আগমন করেন।
অনুষ্ঠানে ধর্মীয় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বাবু রঞ্জিত দেওয়ান এবং অনুষ্ঠানে বুদ্ধমুর্তি দান,অষ্টপরিষ্কার দান, সংঘদানসহ নানাবিধ দানকার্য সম্পাদন করা হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাজবন বিহারের সহ-সভাপতি বাবু সুভাষ বড়ুয়া।
অনুষ্ঠানে সদ্ধর্ম দেশনা প্রদান করেন ফুরোমোন সাধনা তীর্থ আন্তর্জাতিক বনভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ ভৃগু মহাস্থবির মহোদয় এবং পরিশেষে রাজবন
বিহারের শিষ্যসংঘের প্রধান এবং রাজবন বিহারের অধিপতি শ্রদ্ধেয় শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির মহোদয়ের ধর্ম দেশনার পরে পূজ্য বনভন্তের পূর্বে রেকর্ডকৃত ধর্মদেশনার মাধ্যমে সকালের অনুষ্ঠান শেষ করা হয়। বিকালে বিশ্বশান্তি মঙ্গল কামনায় চুরাশী হাজার বাতি প্রজ্জ্বলন করা হবে।