বিবর্তন ডেস্ক:
আজ সোমবার আর্য্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) ৯৯তম জন্ম দিবস। এ উপলক্ষে রাঙামাটির রাজ বন বিহারে কেক কেটে জন্ম দিন উদযাপনসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাঙামাটি রাজ বন বিহার সূত্রে জানা গেছে, পরমপূজ্য বনভান্তের ৯৮তম জন্ম দিবস দিবস উপলক্ষে রোববার ভোর ৬ টায় বেলুন ও কেক কেটে জন্ম দিনের অনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে। এতে কেক কাটবেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।
মহাসাধক বনভান্তের ৯৯ তম জন্ম দিবস উপলক্ষে রাঙামাটিতে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজবন বিহার পরিচালনা কমিটি। এর মধ্যে ছিল গেল ২ জানুয়ারী বনভান্তের স্মৃতি বিজরিত জন্ম স্থান রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অপর্ণ ও ধর্মীয় অনুষ্ঠান, ৩ জানুয়ারী রাঙামাটি শহরে ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক পূজা ও ত্রিপিটক-এর শোভাযাত্রা এবং ৪ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্ষন্ত রাজ বন বিহার ভিক্ষু সংঘের ত্রিপিটক পাঠ।
প্রসঙ্গত উল্লেখ্য, মহাসাধক বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) করেন।