বিবর্তন ডেস্ক: বাংলাদেশী বৌদ্ধদের ২য় সর্বোচ্চ ধর্মীয় গুরু,মাননীয় উপ-সংঘরাজ, শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ,শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাস্হবির মহোদয় অসুস্থ হয়ে চট্টগ্রাম শহরের প্রাইভেট হাসপাতাল ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর ১ টায় শারীরিকভাবে অসুস্হবোধ করলে তাঁকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ বৌদ্ধ সমিতি (যুব) সাধারণ সম্পাদক সবপন কুমার বড়ুয়া জানান, রাত ৯ টায় বক্ষরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সরোজ চৌধুরী উপ-সংঘরাজ ভান্তেকে এসে পর্যবেক্ষণ করে বিভিন্ন রকম পরিক্ষা-নিরিক্ষা করার নির্দেশ প্রদান করেন।
বিশেষজ্ঞ ডা. সিরিয়াস তেমন কিছু নয় বলে তিনি আশ্বস্ত করেন। তিনি বুকে ব্যাথা অনুভব করছেন। কিছু খেতে পারছেন না। শরীর দুর্বল। দূঃচিন্তার কিছুই নেই।
আসুন সকলেই মিলে এই মহান সংঘপুরুষের আশু রোগ মুক্তি কামনায় পূণ্যদান করি।