রাঙামাটি: পার্বত্য জেলা রাঙামাটি রাঙামাটি রাজবন বিহারে শুরু হয়েছে ৫ম বারের মত চার দিনব্যাপী ত্রিপিটক পূজা। পূজা উপলক্ষে বুধবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে শহরে বের হয় বর্ণাঢ্য ত্রিপিটক র্যালি।বিকেল ৫.৩০ মিনিটে তা রাঙামাটি রাজবন বিহারে গিয়ে আবারো মিলিত হয় ।
মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ভ্যান, জিপ, অটোরিকশা, মাইক্রোবাস সহযোগে আয়োজিত র্যালিটি রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় ভক্তরা সড়কে দাঁড়িয়ে ত্রিপিটকের প্রতি ফুল ছিটিয়ে সম্মান জানান এবং বিভিন্ন দানসামগ্রী দান করেন।
কয়েকজন পূজারি জানান, বৌদ্ধ ধর্মীয়গুরু প্রয়াত বনভান্তের ইচ্ছে অনুসারে প্রতিবছর ত্রিপিটক পূজা হচ্ছে। র্যালি শেষে রবিবার পর্যন্ত রাজবনবিহারে এ পূজা প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা এবং বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।ভএবং ৮জানুয়ারী পরমপূজ্য বনভান্তের ৯৯তম জন্মদিন উদযাপন করা হবে।