রাঙামাটি: প্রতি বছরের মত এবার ও পার্বত্য জেলা রাঙামাটিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী ত্রিপিটক পূজা। পূজা উপলক্ষে বুধবার দুপুর ১টার দিকে শহরে বের হয় বর্ণাঢ্য ত্রিপিটক র্যালি।
মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ভ্যান, জিপ, অটোরিকশা, মাইক্রোবাস সহযোগে আয়োজিত র্যালিটি রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজবন বিহারে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এসময় ভক্তরা সড়কে দাঁড়িয়ে ত্রিপিটকের প্রতি ফুল ছিটিয়ে সম্মান জানান এবং বিভিন্ন দানসামগ্রী দান করেন।
জানা যায় , পূজ্য সাধনানন্দ মহাস্থবির ( বনভান্তে)র ইচ্ছে অনুসারে ত্রিপিটক পূজা করা হয়। র্যালি শেষে বনবিহারে এ পূজা অনুষ্ঠিত হবে। ৭ জানুয়ারী পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে ১০ টা এবং
বিকাল ২টা থেকে ৫ টা পর্যন্ত।পর্যন্ত এ ত্রিপিটক পূজা অনুষ্ঠিত হবে।
এবং আগামী ৮ জানুয়ারী ২০১৮ তারিখে পূজ্য বনভন্তে শুভ জন্মদিন পালন করা হবে।