শ্রদ্ধেয় ধর্মানন্দ ভিক্ষুর স্মরণে: সদগতি কামনা..
– অভিজিত বড়ুয়া বিভু
যতবার লিখব বলে
মন করি স্থির,
ততবার হই আনমনা
ভাবনায় ধরে ছিঁড়।
তবুও মন মানে না
বৃত্তে পড়ি বাধা,
হঠাৎ হঠাৎ মনে বাজে
কেমন আছেন দাদা?
ছুটি পেয়ে গ্রামে গেলে
সারোয়াতলি যাবেন,
গেলে ভীষণ খুশি হবো
নিশ্চয় সুযোগ পাবেন।
ঢাকা মেডিকেলে যেবার
সর্বশেষ হল দেখা,
হাসি মুখের মধুর কথা
এঁকেছিল রেখা।
যদিও বা জানা ছিল
প্রতি সকাল ভোরে,
যমদূত ছায়ার মত
ঘুরছে কাছে দোরে।
ভুলেও হার মানেনি
আত্মবিশ্বাস জোর,
স্বপ্ন এঁকেছে বাঁচার
প্রতি রাত্রি ভোর।
তবুও মরণ সত্যকে
মানতে হল শেষে,
লড়তে লড়তে গেলেন
না ফেরার দেশে।
শ্রদ্ধেয় ভান্তে পড়তেন
লিখতেন কবিতা ছড়া,
স্মৃতি ছবিতে সবই এখন
দিচ্ছে বারবার ধরা।
ভান্তের সান্নিধ্য পেলাম
কম বেশি যারা,
আমরা সবাই বিপর্যস্ত
নির্বাক ভাষা হারা।
আমরা মনে প্রাণে চাই
ভান্তের সদ্গতি,
ভান্তে ছিলেন অতি বিনয়ী
বাস্তবে সৎ অতি।