রাউজান: বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, গহিরা শান্তিময় বিহারের অধ্যক্ষ, প্রয়াত ভদন্ত শান্তিজ্যোতি মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া শুক্রবার (২৯ ডিসেম্বর ২০১৭)
রাউজান থানার গহিরা শান্তিময় বিহারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল বেলার সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ- সংঘরাজ শ্রুতিধর ভদন্ত শীলানন্দ মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের।
২য় পর্বে বিকেল বেলার স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ,উপ- সংঘরাজ শাসনশোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবএিম ফজলে করিম চৌধুরী এমপি।
উল্লেখ্য,ভদন্ত শান্তিজ্যোতি মহাথের ২ অক্টোবর ২০১৭ সোমবার লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে রাত ১১.২০ মিনিটে চট্টগ্রাম নগরীর ১টি ক্লিনিকে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৪৫ বছর।