ঢাকা: ঢাকা সিটি করপোরেশন-উত্তর এর মেয়র উপ-নির্বাচনে আওয়ামী লীগ সম্ভাব্য প্রার্থী বিজিএমই’র সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, আতিকুর রহমান শুক্রবার (২৯ ডিসেম্বর) ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এর নির্বাহী সভাপতি বাবু নেত্রসেন বড়ুয়া। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এর সাধারণ সম্পাদক মি. অশোক বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশেষ অতিথি ঢাকা জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব যুবরাজ, আশীর্বাণী প্রদান করেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধানন্দ মহাথের।
মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি আতিকুর রহমান বলেন “আমি আপনাদের সহযোগিতায় মেয়র নির্বাচিত হলে প্রয়াত মেয়র আনিসুল হক সাহেবের ঘোষিত বৌদ্ধদের শানের জন্য জায়গা দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং বিশেষ অতিথি জনাব যুবরাজ বিহার নির্মাণে আরও ২০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন।