1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১২:৫৩ অপরাহ্ন

চট্টগ্রাম বৌদ্ধ নাগরিক সমাজের বিশেষ প্রার্থনা ও স্মরণ অনুষ্ঠান

প্রতিবেদক
  • সময় বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
  • ৭৭১ পঠিত

বৌদ্ধ নাগরিক সমাজের স্মরণানুষ্ঠানে বক্তারা” আমৃত্যু সংগ্রামী এক মহাজীবনের নাম এবিএম মহিউদ্দিন চৌধুরী”

বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) বিকেলে  চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, তিন বারের সাবেক সফল মেয়র, বীর মুক্তিযোদ্ধা মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী ও তাঁর কুলখানিতে অনভিপ্রেত ঘটনার আকস্মিকতায় নিহতদের স্মরণ অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা নগরীর নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে উপসংঘরাজ ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের সভাপতিত্বে ও মিথুন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অঞ্চল কুমার তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রধান করেন ইউএসটিসির ভাইস চ্যান্সেলর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, অধ্যাপক ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, স্বদেশ কুসুম চৌধুরী, বৌদ্ধ সমিতি যুব’র সভাপতি এড. জয় শান্ত বিকাশ বড়–য়া, সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সাধারণ সম্পাদক ড. সুভ্রত বরণ বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়–য়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য বেবি বড়ুয়া, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়া, কোতোয়ালী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিংকু বড়ুয়া, থানা আওয়ামী লীগ নেতা কানন চৌধুরী, প্রণব রাজ বড়–য়া, মহানগর যুবলীগ নেতা স্বরূপ বিকাশ বড়–য়া বিতান, সনদ বড়ুয়া, কাজল প্রিয় বড়ুয়া, প্রকৌশলী পলাশ বড়–য়া, এড. দীর্ঘতম বড়–য়া, অধ্যাপিকা ববি বড়–য়া, শচী ভূষন বড়ুয়া, ঝর্ণা বড়–য়া, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাজেশ বড়ুয়া, রুমেল বড়ুয়া রাহুল, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সৌমেন বড়ুয়া। সভায় উপস্থিত ছিলেন, নগর যুবলীগ নেতা ফরিদ মাহমুদ, আসহাব রসূল চৌধুরী জাহেদ, শেখ মোহাম্মদ নাছের, আরশেদুল আলম বাচ্চু, আজিজুর রহমান আজিজ, হাবিবুর রহমান তারেক, মোঃ ইউলিয়াছ, মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু, উজ্জ্বল বড়ুয়া চন্দন, সুজিত বড়ুয়া শিমুল, অমরেশ চৌধুরী, প্রকৌশলী সুপন বড়ুয়া চৌধুরী, রূপম বড়–য়া, সুপায়ন বড়–য়া, দোলা চৌধুরী, রেখা বড়ুয়া, সুজন বড়ুয়া, সম্যক শুভ বড়ুয়া প্রমুখ।
এ স্মরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনীতির মহাকাব্যের নায়ক বীর মহিউদ্দিনের জীবন ছিল বহতা নদীর মত। মহা সমুদ্রের পথে বহতা নদীর ছুটে চলার মতই ছিল তার সংগ্রামের পথ চলা। আমৃত্যু সংগ্রামী এক মহাজীবনের নাম এবিএম মহিউদ্দিন চৌধুরী। গণমানুষের প্রতি তার ভালাবাসাই তাঁকে গণমানুষের আবেগ, অনুভূতি, ভালবাসায় ও স্মৃতিতে অবিনশ্বর করে তুলেছে। তিনি সেবা, মানবতা আর মমতার মূর্ত প্রতীক। তিনি ক্ষণজন্মা এক মহাপুরুষ। ষাটের দশকের ছাত্র রাজনীতি, গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, ৭৫ এ সপরিবারে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে সশস্ত্র বিক্ষোভ, স্বৈরাচার বিরোধী আন্দোলন যেমন সংগ্রামী বীর মহিউদ্দিনকে উপস্থাপন করে, তেমনি ৯১ এর প্রলয়ংকরী ঘুর্ণিঝড়, পতেঙ্গা-কাটগডে সেনা জনতা দ্বন্ধ, ভূমিকম্প, প্রাকৃতিক দূর্যোগে ভয়ার্ত, আর্তপীড়িত, নিরন্ন মানুষের বুকে সাহস, অন্তরে আশা, মুখে অন্ন, গাত্রে বস্ত্র হয়ে আবির্ভাব এবং বেওয়ারিশ মাটি না পাওয়া লাশের মিছিলের দাফনের মাটি, হজ্ব ক্যাম্পের হাজীদের পরম আত্মীয় সেবক মহিউদ্দিন মহা মানবিকতারই প্রতিচ্ছবি।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!