বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় ভদন্ত দীপানন্দ ভিক্ষুসহ ৪ জন আহত হয়েছে ।
শনিবার সকাল ১০ টায় উপজেলার আরকান সড়কের কালুরঘাটস্থ আমতল এলাকায় দুই সিএনজি টেক্সীর সংঘর্ষে এ ঘটনা ঘটে ।
আহতরা হলেন কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দিপানন্দ ভিক্ষু (৩৫)। তিনি একই এলাকার অনিল বড়ুয়ার ছেলে । পটিয়া নয়া হাট এলাকার আমিনুর রহমানের ছেলে আবদুল্লা (৩৩), পূর্ব গোমদন্ডী নুরুজ্জমানের ছেলে হাসান(২৯), খরনদ্বীপের আবুল কাশেমের ছেলে দিদারুল আলম(৩৪) ।
বোয়ালখালী উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোহাম্মদ বাবর জানান আহতদের হাসপাতালে আনা হলে তাঁদের চিকিৎসাসেবা প্রদান করা হয় । ভদন্ত দিপানন্দ ভিক্ষু কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন কর্তব্যরত চিকিৎসক ।
কধূরখীল মারজিন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ ভিক্ষু সকালে ফাং য়ের উদ্দেশ্য চরখানাই সংঘদানে যাওয়ার পথে গাড়ি এক্সিডেন্ট করে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে এবং বিহারে নিয়ে আসা হয়েছে।