ফটিকছড়ি, চট্রগ্রাম: ফটিকছড়ি থানার অর্ন্তগত জাহানপুর কোঠরপাড় গ্রামে শুক্রবার (২২ ডিসেম্বর)সকালে পিন্ডচারন ও বিকালবেলা সমাবেত প্রার্থনা ও ৬ দিনব্যাপী একক সর্দ্ধমদেশনা শুরু হয়েছে।অনুষ্টানটি সভাপতিত্ব করেন,অষ্ট গ্রাম ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি ভদন্ত সুগত প্রিয় মহাথের।
এতে একক সর্দ্ধম দেশনা করেছেন, ধূতাঙ্গসাধক ভদন্ত ড.এফ দীপংকর মহাথের (ধূতাঙ্গ ভান্তে) ।উক্ত পূর্ণময় একক সর্দ্ধমানুষ্টানে হাজার হাজার ধর্ম পিপাসু নরনারী উপস্থিত ছিলেন। জানা ২৪ শে ডিসেম্বর রবিবার ফরাঙ্গীখিল গ্রামে একদিন অবস্থান করবেন এবং সকালে পিন্ডচারন করবেন ও বিকালবেলা দেশনা দিয়ে পুনরায় কোঠরপাড় গ্রামে গমন করবেন।উল্লেখ্য যে, শনিবার ২২ ডিসেন্বর থেকে টানা ছয়দিন ব্যাপী একক সর্দ্ধম দেশনা অনুষ্টিত হবে।