ভদন্ত ধর্মালংকার ভিক্ষু:
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্বব্যাপী ধর্মের বিজয় পতাকাবাহী, বাঙালী বৌদ্ধদের অহংকার ডঃ শরণপাল ভিক্ষু কানাডা সরকারের প্রদত্ত “কানাডার ১৫০ বর্ষফুর্তি মেডেল এবং এওয়ার্ডে ভূষিত হন। কানাডা সরকারের পক্ষে (Mississauga East CooksVille Area) সংসদ সদস্য মিঃ পিটার ফন্সেকা ভান্তের হাতে সম্মাননা মেডেল এবং সার্টিফিকেট তুলে দেন।
ডঃ শরণপাল ভিক্ষু বহুবিধ পন্থায় বৌদ্ধ কমিউনিটি সাথে নিয়ে কানাডার সামগ্রিক উন্নয়ন কাজের স্বীকৃতিতে এ সম্মানে সম্মানিত হলেন। ডঃ শরণপাল ভিক্ষু ২৫ তম ব্যক্তি যিনি Mississauga East CooksVille থেকে এ সম্মান লাভ করলেন। পূর্বে ডঃ শরণপাল ভিক্ষু অন্টারিও সরকারের স্প্রিট এওয়ার্ড (Sprit Award) সহ আরও সম্মানে সম্মানিত হয়েছিলেন। এছাড়াও উনার Making Canada a More Mindful and Kind Nation জনমানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
১৫ নভেম্বর এওয়ার্ড প্রদানের নির্ধারিত তারিখে ডঃ শরণপাল ভিক্ষু কলম্বো, শ্রীলংকায় অনুষ্ঠিত সপ্তম ওয়ার্ল্ড বুদ্ধিস্ট সামিট কানাডার প্রতিনিধি ও এবারের সামিটের মুল বক্তা হিসেবে যোগদান করায় এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।