মানিকছড়ি উপজেলার উত্তর হাফছড়ি ধর্মরক্ষিতা বৌদ্ধ বিহারাধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা মহাথের এর আগামী ২২ ডিসেম্বর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান উদযাপন কমিটি।
ভদন্ত ক্ষেমাসারা মহাথের ১৯৩৭ সালের ২০ মে জন্ম গ্রহন করেন এবং ১৩ অক্টোবর ২০১৭ সালে ধর্মরক্ষিতা বিহারে ভান্তে থাকা অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৫৭ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে বৌদ্ধ ধর্মীয় অনুশাসনে প্রব্রজ্যা গ্রহন করেন।
ভদন্ত ক্ষেমাসারা মহাথের এর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক হ্রাংহলা মারমা জানান, প্রয়াত ভান্তের দাহক্রিয়া অনুষ্ঠান আগামী ২২ ডিসেম্বর বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঐ দিনে ঐতিহ্যবাহি সইং নৃত্যু পরিবেশন করা হবে এবং আতশ বাজি ফাটিয়ে চিতায় আগুন দেওয়া হবে। এসব অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।