গত ১৫ ডিসেম্বর অগ্রসার এক্স–স্টুডেন্ট এসোসিয়েশনের অভিষেক ও সম্মাননা স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে সংগঠনের মহাসচিব অমল বড়ুয়ার সঞ্চালনায় এবং অশোক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিশেষ অতিথি ছিলেন সানোয়ারা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম–মহাসচিব প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া,অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব সুমিত্তানন্দ থের, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সাধারন সম্পাদক ড. সুব্রত বরণ বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে চার বিশিষ্ট ব্যক্তিকে ‘বিশুদ্ধানন্দ–সুগতানন্দ’ স্বর্ণপদক প্রদান করা হয়। স্বর্ণপদক প্রাপ্তরা হলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সুনন্দ মহাথের, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন রুপম কিশোর বড়ুয়া, রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মি. মং হলা চিং এবং ইমাম গজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক স্বপ্না বড়ুয়া লীলা। অনুষ্ঠানে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, বুদ্ধ ধর্মের আদর্শ ও নীতি মেনে চললে বিশ্বে মারামারি–হানাহানি থাকবেনা, বিশ্বে শান্তি বিরাজ করবে। মন্ত্রী অগ্রসার এক্স–স্টুডেন্ট এসোসিয়েশনের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন তারা স্বর্ণপদক প্রদানের মাধ্যমে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের কর্মের স্বীকৃতি প্রদান করে সমাজ ও দেশ গঠনে উৎসাহিত করে যাচ্ছেন। তাই এই সংগঠন মানুষ–সমাজ ও দেশের কাছে প্রশংসিত হবেন এবং তাদের এই শুভ কর্ম প্রচেষ্টা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করছি। মন্ত্রী আরো বলেন, আপনারা অর্থনৈতিক সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ বির্নিমাণে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয় যুক্ত করে দেশের উন্নয়নে সহায়তা করুন।
দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজনে সকাল ১১ টায় সংগঠনের নব–নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সংঘানন্দ থেরো’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি মি. ক্য শৈ হলা,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক উপানন্দ মহাথের, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব ভদন্ত সুমিত্তানন্দ থের, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া। অতিথি ছিলেন অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল বড়ুয়া ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ‘যুব’ এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।