বিবর্তন ডেস্ক:
রবিবার (১৭ই ডিসেম্বর) ইন্টারন্যাশনাল বুড্ডিষ্ট সেন্টার ফ্রান্স এর উদ্যোগে ফ্রান্স কুশলায়ন বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারে শ্রীলংকার অনুরাধা পুরের মহাবোধি মুলের একটি পবিত্র বোধি চারা প্রদান করা হয়।ইন্টারন্যাশনাল বুড্ডিষ্ট সেন্টার ফ্রান্স এর প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত চান্দারাতানা নায়াকা থের সম্রাট অশোক তনয়া সংঘমিত্র থেরীর স্মরণে প্রতি বছর অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। ইতিহাস বলে সংঘমিত্র থেরীই প্রথম বুদ্ধগয়ার মুল মহা বোধি বৃক্ষের চারা স্থানান্তর করেন শ্রীলংকার অনুরাধা পুরে। রবিবারের অনুষ্ঠান মালায় সংঘমিত্র থেরীর রেফারেন্সে আধুনিক বিশ্বের অন্যতম দাবি নারী অধিকার প্রতিষ্ঠার প্রাচীনতম নায়ক তথাগত গৌতম বুদ্ধের যুগান্তকারী ভূমিকা তুলে ধরা হয়।
ফ্রান্সস্থ শ্রীলংকান মান্যবর রাষ্ট্রদূত বি.কে. আতাউদা শ্রীমৎ জ্যোতিসার ভিক্ষুর হাতে পবিত্র বোধিবৃক্ষ প্রদান করেন।
পুজনীয় চান্দারাতানা নায়েকা থের ও মান্যবর রাষ্ট্রদূত বি.কে. আতাউদা সম্মানে ফ্রান্স কুশলায়ন বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন শ্রীমৎ জ্যেতিসার থের।