প্রেস বিজ্ঞপ্তি:চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন “সম্যক” এর পক্ষ থেকে মহান বিজয় দিবসে চট্রগ্রামের শহীদ মিনার বেদিতে ফুলেল শ্রদ্ধা প্রদানের মাধ্যমে
শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযোদ্ধাদের। বিজয়ের প্রভাতে নন্দনকানন বৌদ্ধ বিহার হতে শুরু হওয়া বিজয় রেলি শহীদ বেদিতে গিয়ে শেষ হয় এরপর সম্যক পরিবারের পক্ষ হতে স্মৃতিরবেদিতে ফুলের শ্রদ্ধাঞ্জলী প্রদান করে শুভ বডুয়া, চম্পক বডুয়া, অতনু বডুয়া, উৎসব বডুয়া, রিদম বডুয়া, অপরুপা বডুয়া, উৎসব বডুয়া (২), অমিত বডুয়া, রুপস বডুয়া, তুহিন বডুয়া, রনেল চাকমা সহ প্রমুখও সদস্যসদস্যাবৃন্দগণ ৷