রাজীব বড়ুয়া: জন্ম মাত্রই ক্ষয় অবশ্যম্ভাবী।
এই চিরসত্যের আরেকটি দৃষ্টান্ত স্থাপিত ধর্মানন্দ ভিক্ষুর অবসানে। দীর্ঘদিন ব্লাড ক্যান্সার নামক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ধর্মানন্দ ভিক্ষু আজ রাত ১ঃ৩৭ মিনিটে সকলের দৃঢ় প্রচেষ্টাকে ব্যর্থ করে চলে গেলেন। ধর্মানন্দ ভিক্ষু্র যখন এই রোগ ধরা পড়ে তখন থেকে বৌদ্ধ যুবকেরা, ফেইসবুক বৌদ্ধ গ্রুপ, পেইজ সহ সকল ধর্মের মানুষ মানবতার ডাকে সাড়া দিয়েছিলেন। কেউ দিয়েছেন অর্থদান, কেউ দিয়েছেন শ্রম দান। আবার কেউবা দিয়েছেন রক্ত। সকলের প্রিয় ধর্মানন্দ ভিক্ষুকে বাঁচাতে যতবারই রক্তের দরকার হয়েছিল ততোবারই তিনি সাড়া পেয়েছিলেন ব্যাপকহারে। ভান্তের প্রতি সকলের শ্রদ্ধা, ভালবাসা আর অকৃত্রিম ভক্তিতে চট্টগ্রাম মেডিক্যালে কলেজে চিকিৎসাধীন থাকা অবস্থায় একটি বারের জন্যেও তাকে বুঝতে দেয়া হয়নি যে তিনি একা। অবশেষে সকল ত্যাগ, তিতীক্ষা আর ভালবাসার ধর্মানন্দ ভিক্ষুকে মেনে নিতে হল মৃত্যুর স্বাদ।
অল্পায়ূ এই ভিক্ষুর অকাল প্রয়াণে বৌদ্ধ সমাজে নেমে আসে শোক। যারা ভান্তের জন্যে এতো যুদ্ধ করেছিলেন তাদের চেষ্টা বিফলে গেলেও দৃষ্টান্ত রেখেছেন মানবতার পথিকৃত হিসেবে। পূজ্য ভান্তের প্রতি জানাই অশেষ শ্রদ্ধা, পুন্যদান আর সদগতি কামনা করি।