বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী সারোয়াতলী সার্বজনীন বিহারের অধ্যক্ষ অকাল প্রয়াত অকাল প্রয়াত ভদন্ত ধর্মানন্দ ভিক্ষু (প্রজ্ঞাপ্রিয়) অন্তেষ্টিক্রিয়া শনিবার ১৬ ডিসেম্বর বিকেল ৩ টায় ঐতিহ্যবাহী সারোয়াতলী সার্বজনীন বিহারে অনুষ্টিত হয়।অনিত্য সভায় সভাপতিত্ব করেন শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের, অনিত্য ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত অনোমদর্শী মহাথের, ভদন্ত জিনরতন থের, ভদন্ত এম,বোধিমিত্র মহাথের, এবং আরো অনিত্য ধর্মদেশনা প্রদান করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব ধর্মদূর্ত, সদ্মর্মকোবিদ, সেবারত্ন ভদন্ত এস,লোকজিৎ থের,এবং সুদেশক ভদন্ত পরামানন্দ থের, এম,প্রজ্ঞামিত্র ভিক্ষু প্রমুখ।এর আগে সকালে চট্রগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে প্রথম অনিত্য সভা অনুষ্টিত হয়।
উল্লেখ্য শুক্রবার (১৫ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে প্রাণঘাতী ক্যান্সারের কাছে হার মেনে সবাইকে শোক সাগরে ভাসিয়ে অনন্তলোকে পাড়ি জমিয়ে ভদন্ত ধর্মানন্দ ভিক্ষু, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২০ বছর। দীর্ঘদিন ধরেই একটি বিরল প্রকৃতির ক্যান্সারে ভুগছিলেন তিনি।