নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে জন্মজাত ভদন্ত ধর্মানন্দ ভিক্ষু (প্রজ্ঞাপ্রিয়) ২০ বয়সে চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার (১৫ ডিসেম্বর ) দিবাগত রাত পৌনে ১টা ৩৭ মিনিটে দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। (অনিচ্চা বথ সাংখারা)
বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামের পিতা দুলার বড়ুয়ার একমাত্র ছেলে ধর্মানন্দ ভিক্ষু, গৃহী নাম সাগর বড়ুয়া, দুই মেয়ে ও একমাত্র ছেলে সাগর বড়ুয়া এসএসসি পরীক্ষার পর বুদ্ধ শাসনের শ্রীবৃদ্ধির মানসে শ্রামণ্য ধর্মে দীক্ষিত হয়ে নিজগ্রাম বোয়ালখালীর সারোয়াতলী ত্রিরত্ন বিহারে অবস্থান করে কানুনগো পাড়া সার আশুতোষ কলেজে পড়া লেখা করতেন। বেশ কিছুদিন আগে থেকে তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় পিতা দুলাল বড়ুয়া তাকে চিকিতসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিংসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওযার পরামর্শ দেন। সেই থেকে ধর্মানন্দ ভিক্ষু(প্রজ্ঞাপ্রিয়) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত ছিলেন।
আজ সকাল ৬টায় নন্দনকানন বৌদ্ধ বিহারে, এর পর সকাল ১০টায় কাতালঞ্জ নবপন্ডিত বিহারে নিয়ে যাওয়া হবে।