নিজস্ব প্রতিবেদক: রাঙ্গুনিয়াস্থ সুখবিলাস পদুয়া দশমাইল বাজার সংলগ্ন নব প্রতিষ্ঠিত বিশুদ্ধানন্দ-জ্যোতিপাল মৈত্রী বুদ্ধ বিহারে হামলার অভিযোগ পাওয়া গেছে।জানা যায় স্থানীয় ফরেস্ট অফিসারের সমর্থন পুষ্ট হয়ে একদল দুর্বৃত্ত পূননিমিত বিহারের স্থাপনা, বুদ্ধ মূর্তি ভাংচুর ও লুটপাট করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১২ নভেম্বর) একদল যুবক অতর্কিতে এসে হামলা করে বিহারের স্থাপনা ভেঙে ভেতরে প্রবেশ করে। অতপর ভারী লোহার পাইপ ও রড দিয়ে পিটিয়ে ভেতরে ভাঙচুর চালায়। মূর্তি ও অন্যান্য জিনিস ভেঙে গুঁড়িয়ে দেয়। বিহারের দায়িত্বশীল সুত্র জানায় রাঙ্গুনিয়া সুখবিলাস, পদুয়া দশমাইল বাজার সংলগ্ন কিছু সংখ্যলঘু বৌদ্ধ পরিবার রয়েছে, ওদের নিজস্ব জায়গাজমিতে মন্দির টি পুনঃসংস্কার করতে উদ্যোগ নিলে এহেন বর্বর অবস্থার সম্মুখীন হতে হয়। এ ব্যাপারে বৌদ্ধদের মধ্যে আতংক বিরাজ করছে।
উক্ত ঘটনার ব্যাপারে বিহার কমিটি রাংগুনীয়ার স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী ড: হাসান মাহমুদ মহোদয়ের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
উল্লেখ্য এ বিহারটি ২০১৭ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠা লাভ করে।