1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:০৪ পূর্বাহ্ন

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৌদ্ধ ভিক্ষুদের অবদান

প্রতিবেদক
  • সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ২৩৩৬ পঠিত

সৈকত মিত্র বড়ুয়া / ইলা মুৎসুদ্দী:

১৬ই ডিসেম্বর এ দেশের বিজয় দিবস। ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ বাঙ্গালীদের জন্য স্মরণীয় এবং ত্যাগের মহিমায় মহিমান্বিত একটা ঘটনা। ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও চার লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয় আমাদের সবুজের মাঝে রক্ত সূর্যখচিত একটি পতাকা, একটি স্বাধীন সার্বভেৌম দেশ, যার নাম বাংলাদেশ। তাই মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, আমাদের প্রেরণার উৎস। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় বৌদ্ধ ভিক্ষুরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করে গেছেন দেশের তরে। যাদের জন্য আজ আমরা গর্বিত এবং অনুপ্রাণিত তাঁরা হলেন প্রয়াত মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের এবং শ্রীমৎ জ্যোতিঃপাল মহাথেরোর নাম উল্লেখযোগ্য।
বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত ভিক্ষু সুনীথানন্দ রচিত “বাংলাদেশের বৌদ্ধ বিহার ও ভিক্ষু জীবন” গ্রন্থে বর্ণিত আছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রয়াত মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মাধ্যমে বেৌদ্ধ পরিচয় পত্র দিয়ে অনেক মুক্তিযোদ্ধাকে নিরাপদ আশ্রয়ে রেখেছিলেন। অনেক হিন্দু, মুসলমানকে প্রাণে রক্ষা করেছেন এই মহান যোদ্ধা। স্বাধীনতা সংগ্রামের ঘটনাবলী নিয়ে তিনি ১৯৭২ সালে রচনা করেন “রক্তঝরা দিনগুলোতে” শীর্ষক একটি পুস্তিকা।
বইটি “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র” এর চতুর্থ খন্ডে হুবহু বর্ণিত আছে। প্রয়াত সংঘনায়ক ভিক্ষুর দূরদর্শীতায় বৌদ্ধ পল্লীগুলো মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। যুদ্ধ পরবর্তী মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের অন্যান্য বৌদ্ধ দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছেন, আর্থসামাজিক অবস্থার উন্নতির মাধ্যমে বাংঙ্গালী বৌদ্ধদেরকে বিশ্বের দরবারে সম্মানের আসনে উন্নীত করেছেন। সমাজসেবায় অনন্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি ২০০৫ সালে রাষ্ট্রীয় পুরষ্কার একুশে পদক (মরণোত্তর) এ ভূষিত হন।
বুদ্ধের নির্দেশিত অহিংসার পথে থেকে ও যে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত সংসারত্যাগী মহান ব্যক্তি পন্ডিত শ্রীমৎ জ্যোতিঃপাল মহাথেরো। উল্লেখ্য যে ১৯৯৬ সালের ২০শে সেপ্টেম্বর বাংলাদেশ বেৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে বৌদ্ধধর্ম গুরুদের অবদান শ্রদ্ধার সংগে স্মরণ করে বলেন, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রয়াত সভাপতি মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের ও সংঘের বর্তমান (তখনকার সময়ে) উপদেষ্টামন্ডলীর প্রধান পন্ডিত শ্রীমৎ জ্যোতিঃপাল মহাথেরো, এদের মধ্যে একজন স্বদেশে মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহায়তা করেছেন, আশ্রয় দিয়েছিলেন, অন্যজন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের প্রতিনিধি হয়ে, বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ সফর করেছেন। তিনি তার জন্মস্থান কুমিল্লার লাকসামে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তিনি বেশকিছু গ্রন্থ রচনা করেন। তন্মধ্যে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতার আলোকে রচিত গ্রন্থ “বাংলাদেশ মুক্তি সংগ্রামে”। মুক্তিযুদ্ধে, সমাজসেবায়, গ্রন্থ রচনায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ২০১০ সালে রাষ্ট্রীয় পুরষ্কার একুশে পদক (মরণোত্তর) এবং ২০১১ সালে রাষ্ট্রীয় পুরষ্কার স্বাধীনতা পদক (মরণোত্তর) এ ভূষিত হন। মহান বিজয় দিবসে তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
বিজয়ের চেতনায় প্রজ্বলিত থাকুক সারা বাংলাদেশ। কাছে এবং দূরের যে যেখানেই থাকুক না কেন সবাইকে বিজয়ের মাসে প্রাণঢালা শুভেচ্ছা। সাথে রইল যে সকল শহীদ/বীরঙ্গনাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, তাহাদের প্রতি রইল অন্তরের অন্তস্থল হতে গভীর শ্রদ্ধা ভালবাসা । বাংলাদেশে ধর্মান্ধতা নিপাক যাক। সাথে দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মূখরিত হোক নতুন প্রজন্ম। শপথ ভেঙ্গে ফেলা আমাদের ঐতিহ্য। তবুও চেষ্টা করা যায় যদি একটু বদলানো যায়। কারন দিন বদলাচ্ছে, বদলাচ্ছে সমাজ, বদলাচ্ছে দেশ,বদলাচ্ছে সমগ্র বিশ্ব, কিন্তু বদলাচ্ছি না আমরা। যদি সবাই বদলাতে পারে তাহলে আমরা বদলাবো না কেন…? আমরা বদলাতে পারি না !!!
তাই এখনি সময়। হাতে হাত রেখে।
বদলে যাও, বদলে দাও।

শেয়ার করুুন

 

 

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!