শুক্রবার (০৮ ডিসেম্বর) বিকেলে নগরীর নগরীর চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারে পূর্ণাঙ্গ ত্রিপিটকের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
বোধিদর্পন প্রকাশনীর আয়োজনে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধদের সর্ব্বোচ্চ ধর্মীয়গুরু সংঘরাজ পরম পূজ্য ভদন্ত ধর্মসেন মহাথের।
সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি সংঘবন্ধু অজিতানন্দ মহাথেরোর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধদের দ্বিতীয় সর্ব্বোচ্চগুরু উপসংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের ও ধর্মপ্রিয় মহাথের।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস লোকজিৎ থের।
উদযাপন কমিটির মহাসচিব উজ্জ্বল বড়ুয়া বাসু ও অ্যাডভোকেট রিগ্যান বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউএসটিসির উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, চবি পালি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, চট্টগ্রাম কলেজের পালি বিভাগের প্রফেসর ড. অর্থদর্শী বড়ুয়া, জ্ঞানেন্দ্রিয় স্থবির, অনোমার মহাসচিব আশীষ বড়ুয়া, প্রকৌশলী অনুপম বড়ুয়া, অমিতাভ সম্পাদক শ্যামল চৌধুরী, নেপাল বড়ুয়া প্রমুখ।