বিবর্তন ডেস্ক: রাউজান উপজেলাধীন আবুরখীল দক্ষিন ঢাকাখালী গ্রামের সমাজ হিতৈষী,শিক্ষানুরাগী সাধন চন্দ্র বড়ুয়া ও মাতা কাঞ্চনা বড়ুয়ার সু-সন্তান মি. অরুপ বড়ুয়া ন্ডনের গ্রীনহুইচ ইউনিভারসিটি থেকে এম,বি,এ এবং গত ৮ ডিসেম্বর ফিনল্যান্ড ভাসা ইউনিভারসিটি থেকে কৃতিত্বের সহিত পি,এইচ,ডি ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষনার বিষয় হল –
Corporate Brand Architecture In cross Border Margers And Acquisition.
আমি বিবর্তন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই।
শেয়ার করুন।