আজ ৮ ডিসেম্বর সুগতানন্দ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আমেরিকা প্রবাসী ড.বসুমিত্র বড়ুয়ার সহায়তায় সিলেট বৌদ্ধ বিহার’র অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ থের’র সার্বিক তত্বাবধানে সিলেট আম্বরখানা গার্লস স্কুলে USHA (NGO) পরিচালিত গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও কম্বল বিতরণ করা হয়।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির সাবেক সভাপতি সাধন চাকমা, সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক বাবু উৎফল বড়ুয়া, সিলেট বৌদ্ধ সমিতির সদস্য বাবু জিপম চাকমা, গোবিন্দগঞ্জ আঃ হক স্মৃতি ডিগ্রি কলেজের প্রভাষক জান্নাত আরা খান,মেঠোসুর সম্পাদক ও সংস্কৃতি কর্মী বাবু বিমান তালুকদার,সিলেট হাসনরাজা মিউজিয়াম এর দায়িত্বে নিয়োজিত জনাব জাহাঙ্গীর অাহমেদ সার্বিক সহযোগিতা করেন ঊষা(এনজিও)র কর্মকর্তা নিগার সাদিয়া।