বিবর্তন ডেস্ক : চ্যানেল আই এর সেরাকন্ঠ ২০১৭ এ সেরা বিশ জনে স্থান করে নিয়েছেন চট্টগ্রামের মৌমিতা বড়ুয়া । এসএমএস রাউন্ড থেকে সেমি ফাইনালে প্রতিযোগীতা পূর্ন এ মঞ্চে নিজেদের জায়গা করে নিয়েছেন চট্টগ্রামের প্রতিভাবান এ শিল্পী।
শ্রোতা ও শুভ্যানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিল্পী মৌমিতা বড়ুয়া বলেন, ‘আপনাদের দোয়া/আশীর্বাদে এবং সহযোগিতায় চট্টগ্রাম বিভাগ থেকে প্রতিযোগি হিসেবে স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ইজাজ খান স্বপন পরিচালিত এখন আমি ফিজ আপ চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১৭ প্রতিযোগিতায় সেমিফাইনাল রাউন্ডে । আমাকে সেমিফাইনাল রাউন্ড থেকে সেরা ১০ এ দেখতে চান, তাহলে অবশ্যই ভবিষ্যৎে অনুরুপ সহযোগিতা অব্যাহত রাখবেন।
শিল্পী মৌমিতা বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনশীপ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী। পিতা ত্রিদিব বড়ুয়া রানা একজন গুনী সংগীত শিল্পী। মা রিক্তা বড়ুয়া একজন আইনজীবী। ছোট বোন সুস্মিতা বড়ুয়া রিচি ও একজন সংগীত শিল্পী।
ছোটবেলা থেকে বাবার হাতেই মৌমিতার গানের হাতেখড়ি। এর পর তালিম নিয়েছেন অনুপ্রভা বড়ুয়া লিনা কাছে। বর্তমানে ৮/৯ বছর ধরে সুব্রত দাশ অনুজের কাছে গানের তালিম নিচ্ছেন।