উজ্জ্বল কান্তি বড়ুয়া:মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের’র যোগ্যতম শিষ্য, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র সভাপতি, ধর্মরাজিক মহাবিহারের মহাধ্যক্ষ, বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ’র সহ সভাপতি, বিশ্বশান্তির অগ্রদূত, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘনায়ক ধর্মাধিপতি শুদ্ধানন্দ মহাথের মহোদয় বাংলাদেশ সরকার কর্তৃক সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক “একুশে পদক”, থাইল্যান্ড সরকার কর্তৃক সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক “ফ্রা বিশুদ্ধিবংশ”, মায়ানমার সরকার কর্তৃক সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক “অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ” প্রাপ্তিতে আগামী ১৫ জানুয়ারি ২০১৮ তারিখে পূজনীয় ভন্তের শুভ জন্মদিনে ‘ঐতিহাসিক মুসলিম হল’ এ সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে শ্রদ্ধেয় ভন্তেকে ঐতিহাসিক গণসংবর্ধনা প্রদান এবং ৮৬তম জন্মদিন অনুষ্ঠানকে সফল করতে গত ০২ ডিসেম্বর ২০১৭ মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের গণসংবর্ধনা পরিষদ এর সভাপতি, প্রচার সংঘ- চট্রগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া’র নেতৃত্বে সকাল ৭.০০ ঘটিকায় নব পণ্ডিত বিহার থেকে দিনের কর্মসূচি শুরু করে মাননীয় ভিক্ষ-সংঘ, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি- বাংলাদেশ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- রাউজান, রাঙ্গুনিয়া শাখাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও হোয়ারাপাড়া, বৈদ্যপাড়া, কাঝরদিঘীর পাড়, রাঙ্গুনিয়া, পদুয়া সহ বিভিন্ন বৌদ্ধ গ্রামের নেতৃবৃন্দ ও গ্রামবাসীর সাথে মতবিনিময়ের মাধ্যমে কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন।
সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের গনসংবর্ধনা পরিষদ -২০১৮” কর্তৃক গঠিত উদযাপন পরিষদের সুপ্রিম সংঘ কাউন্সিলের সদস্যের মনোয়ন পত্র হস্থান্তর করেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি, বাংলাদেশের মহাসচিব ভদন্ত সুমিত্তানন্দ থের মহোদয়ের হাতে এবং অগ্রসার মেমোরিয়াল সোসাইটি, বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন, ভদন্ত সুমিত্তানন্দ থের মহোদয় তাঁর ব্যক্তিগত, মেমোরিয়াল সোসাইটি এবং গ্রামবাসীর পক্ষে সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস দেন। গণসংবর্ধনা পরিষদ এর সাধারণ সম্পাদক, প্রচার সংঘ যব’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়াসহ আরো উপস্থিত থেকে মতবিনিময়ে অংশ নেন উদযাপন পরিষদেন প্রধান সমন্বয়কারী, প্রচার সংঘ- চট্রগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক বাবু অঞ্চল কুমার তালুকদার, উদযাপন পরিষদের অর্থ সমসম্পাদক, নব পণ্ডিত বিহার পরিচারনা কমিটির সাধারণ সম্পাদক বাবু কমলেন্দু বিকাশ বড়ুয়া, রামদাশ বিহারের অদ্যক্ষ ভদন্ত করুনানন্দ ভিক্ষু, উদযাপন পরিষদের প্রকাশনা উপ পরিষদের সহ সচিব, নব পন্ডিত বিহারের উপাদ্যক্ষ ভদন্ত তনহঙ্কর ভিক্ষু, উদযাপন পরিষদের প্রচার উপ পরিষদের চেয়ারম্যান বাবু দিলীপ কুমার বড়ুয়া, উদযাপন পরিষদের আপ্যায়ন উপ পরিষদের চেয়ারম্যান বাবু রবীন্দ্র লাল বড়ুয়া,উদযাপন পরিষদের সাজসজ্জা উপ পরিষদের চেয়ারম্যান বাবু মৃদুল কান্তি বড়ুয়া, উদযাপন পরিষদের প্রকাশনা উপ পরিষদের সচিব অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দি,উদযাপন পরিষদের আপ্যায়ন উপ পরিষদের সচিব বাবুু দীপন কান্তি বড়ুয়া,উদযাপন পরিষদের সাজসজ্জা উপ পরিষদের সচিব উজ্জ্বল কান্তি বড়ুয়া, উদযাপন পরিষদের কর্মকর্তা প্রকৌশলী ঝুলেন বড়ুয়া সহ নেতৃবৃন্দ। উল্লেখ্য অগ্রসার মেমোরিয়াল সোসাইটির পক্ষে নেতৃবৃন্দের জন্য প্রাতরাশের আয়োজন করা হয়।
উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বেলা ১১.০০ ঘটিকায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- রাউজান উপজেলা শাখা আয়োজিত নির্বাহী সদস্য প্রয়াত ভবতোষ বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক প্রয়াত পুলক বড়ুয়া পুতুল’র স্মরণসভা বৈদ্যপাড়া পূর্ণচন্দ্র বিহারে যোগদান করেন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- রাউজান উপজেলা শাখার সভাপতি ড. প্রিয়দর্শী মহাথের মহোদয়’র সভাপতিত্বে, বাপ্পী কুমার বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রকৌশলী পরিতোষ কমার বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, কমলেন্দু বিকাশ বড়ুয়া, দিলীপ কুমার বড়ুয়া, রবীন্দ্র লাল বড়ুয়া, মৃদুল কান্তি বড়ুয়া, অধীর রঞ্জন বড়ুয়া, বিকাশ বড়ুয়া, পূর্ণচন্দ্র বিহারের অধ্যক্ষ ভদন্ত অনুরুদ্ধ থেরো, ভদন্ত সুপ্রিয়ানন্দ ভিক্ষু, অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী, অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া, দীপন বড়ুয়া, যুব চট্টগ্রাম ঝুলেন বড়ুয়া, উজ্জ্বল কান্তি বড়ুয়া, স্বপন কান্তি বড়ুয়া, তাপস কুমার বড়ুয়া, মাধব বড়ুয়া, বিনন্দ বড়ুয়া, রবীন্দ্র বড়ুয়া, দুদুল বড়ুয়া, মাদল বড়ুয়া, খোকন কান্তি বড়ুয়া, ডাঃ অশোক বড়ুয়া, প্রয়াত ভবতোষ বড়ুয়া ও প্রয়াত পুলক বড়ুয়া পুতুলের পরিবারবর্গ এবং রাউজান উপজেলা শাখার নেতৃবৃন্দ, বৈদ্যপাড়া,কাঝরদিঘীর পাড় গ্রামবাসীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রয়াত পুলক বড়ুয়া পুতুল ও প্রয়াত ভবতোষ বড়ুয়া পারলৌকিক মঙ্গল কামনায় ১মিনিট নিরবতা পালন ও পূণ্যদান করেন। সাথে সাথে মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের গণসংবর্ধনা পরিষদ ২০১৮ এর নেতৃবৃন্দ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- রাউজান উপজেলা শাখার সভাপতি ড. প্রিয়দর্শী মহাথের মহোদয়কে সংঘ কাউন্সিলের মনোনয়ন পত্র হস্তান্তর করেন এবং উপস্থিত গ্রামবাসীর কাছে মাননীয় সংঘনায়কের গনসংবর্ধনার প্রক্ষাপট ও বাজেট উপস্থাপন করলে প্রচার সংঘ- রাউজান উপজেলা শাখা ও গ্রামবাসীবৃন্দ সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। সভা শেষে প্রচার সংঘ- রাউজান উপজেলা শাখা সবাইকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করেন।
মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের গণসংবর্ধনা পরিষদ নেতৃবৃন্দ বিকাল ৪.০০ ঘটিকায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- রাঙ্গুনিয়া উপজেলা শাখা আয়োজিত সভায় যোগদেন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি ভদন্ত জ্ঞানবংশ থের’র সভাপতিত্বে সভায় রাঙ্গুনিয়ার বিবিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষু-সংঘ, গ্রামবাসীবৃন্দ ও প্রচার সংগ- রাঙ্গুনিয়া শাখার নেতৃবৃন্দ উপস্থিত চিলেন। মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের গণসংবর্ধনা পরিষদ ২০১৮ এর নেতৃবৃন্দ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি ভদন্ত জ্ঞানবংশ থের মহোদয়কে সংঘ কাউন্সিলের মনোনয়ন পত্র হস্তান্তর করেন এবং উপস্থিত গ্রামবাসীর কাছে মাননীয় সংঘনায়কের গনসংবর্ধনার প্রক্ষাপট ও বাজেট উপস্থাপন করলে প্রচার সংঘ- রাঙ্গুনিয়া উপজেলা শাখা ও গ্রামবাসীবৃন্দ সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।
গণসংবর্ধনা পরিষদ নেতৃবৃন্দ রাত ৮.০০ ঘটিকায় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসার সভাপতি সংঘবন্ধু অজিতানন্দ মহাথের মহোদয়ের সাথে সাক্ষাত পূর্বক
সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের গনসংবর্ধনা পরিষদ -২০১৮” কর্তৃক গঠিত উদযাপন পরিষদের সুপ্রিম সংঘ কাউন্সিলের সদস্যের মনোয়ন পত্র হস্থান্তর করেন এবং তাঁর আশীর্বাদ প্রার্থনা করেন।
মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের গনসংবর্ধনা পরিষদ -২০১৮ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া জানান বিভিন্ন বিহারের মাননীয় ভিক্ষ-সংঘ, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি- বাংলাদেশ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- রাউজান, রাঙ্গুনিয়া শাখাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও হোয়ারাপাড়া, বৈদ্যপাড়া, কাঝরদিঘীর পাড়, রাঙ্গুনিয়া, পদুয়া সহ বিভিন্ন বৌদ্ধ গ্রামের নেতৃবৃন্দ ও গ্রামবাসীর সাথে মতবিনিময় কালে সকলের আন্তরিকতা দেখে আমরা আপ্লুত। আশা করি ১৫ জানুয়ারি পূজনীয় সংঘনায়ক ভান্তেকে স্মরণ কালের ঐতিহাসিক গণসংবর্ধনা দিতে পারবো।।