বুধবার (২৯ নভেম্বর) বিকাল ৪টার পর উপজেলার কোন স্থানে বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। সময়ের ব্যবধানে সন্ধ্যার পর থেকে গুজবটি মুঠোফোনে উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়ে। এই নিয়ে উপজেলায় কর্মরত প্রশাসন, গোয়েন্দা সংস্থা, গণমাধ্যমকর্মী ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা বেশ উদ্বিগ্ন ছিল। তবে উপজেলার কোথাও এমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে এই প্রতিবেদককে নিশ্চিত করেন হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ নেতা ও হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া।
বিষয়টির সর্ম্পকে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী এ প্রতিবেদককে মুঠোফোনে জানান, এটি পুরোটাই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ। তিনি এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগের পরামর্শ দেন।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচাজ বেলাল উদ্দীন জাহাংগীর মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, এটি একটি গুজব। কে বা কারা এমন একটি গুজব ছড়িয়েছে। এমন কোন ঘটনার অত্র উপজেলায় ঘটেনি। এছাড়া এমন গুজবে কাউকে কান না দেয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করছি।
শেয়ার করুন।