‘ভোট ফর মৌমিতা‘ শিরোনামে ফিজ আপ চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭ প্রতিযোগী চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মৌমিতা বড়ুয়ার কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান সেরাকণ্ঠ প্রতিযোগিতায় সেমিফাইনাল রাউন্ড থেকে মূল রাউন্ডে যেতে শ্রোতাদের কাছ থেকে এসএমএস আহ্বানের লক্ষ্যে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগী মৌমিতা বড়ুয়ার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা লাইব্রেরি চত্বরে এ কনসার্টের আয়োজন করেন। শিবা চৌধুরীর সঞ্চালনায় কনসার্ট মঞ্চে গান পরিবেশন করেন মৌমিতা বড়ুয়া ।এছাড়াও ছিল ক্যাম্পাস ভিত্তিক ব্র্যান্ড দল গন্তব্য এবং প্রোমোট ড্যান্স গ্রুপের পরিবেশনা।
কনসার্টের উদ্বোধন করেন চবি নাট্যকলা বিভাগের সাবেক সভাপতি ড. কুন্তল বড়ুয়া।
কন্সাার্টে মৌমিতা বড়ুয়া ফাইনাল রাউন্ডে নিয়ে যেতে সবাার সার্বিক সহযোগিতা কামনা করেন।
‘জাগরণে যায় বিভাবরী’ এ রবীন্দ্র সংগীত দিয়েই মৌমিতার কনসার্ট শুরু হয়। এরপর এক একে ‘সোলস, পিলু মমতাজ, আর্ক, এলআরবি এবং চট্টগ্রামের আঞ্চলিক গানসহ দেশের জনপ্রিয় শিল্পীদের বেশ কিছু গান গেয়ে শ্রোতাদের মনযোগ আকর্ষণ করেন।
মৌমিতাকে ভোট করতে ২৪ঘন্টা আপনার হাতে থাকা মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে Sk Moumita লিখে সেন্ড করুন 6969 নাম্বারে।
শেয়ার করুন।