বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু থেকে ত্রিপিটক শপথ প্রদানে নেতৃত্বদান করেন ভান্তে প্রজ্ঞারত্ন (Pannyaratna), সভাপতি -ইউ,এস,টি,সি বুড্ডিস্ট স্টুডেন্টস ওয়েলফেয়ার কাউন্সিল। চট্টগ্রাম দ্বিতীয় সেনা প্রধান কেন্দ্র চট্টগ্রাম হালিশহর আর্টিলারি সেন্টার। ২০১৭ সালের সর্বমোট একহাজার একশত পঞ্চাশ জন আর্মি সৈনিক চান্স পেয়ে গৌরব অর্জন করেছেনন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান যার যার পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে শপথ প্রদানের মাধ্যমে বাংলাদেশ আর্মি সৈনিক দশদিন ব্যাপী শপথ গ্রহণ, পুরষ্কার বিতরণে মধ্যদিয়ে এক বছর কঠোর ট্রেনিং সাধনার সৈনিকের প্রশিক্ষণ সমাপ্ত হলো।