কনক বড়ুয়া শ্রাবনঃ ইজাজ খান স্বপন পরিচালিত বাংলাদেশের সবচেয়ে বড় গানের রিয়ালিটি শো ‘চ্যানেল আই সেরাকন্ঠ ২০১৭’ আসরে লড়ছে চট্টগ্রামের ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মৌমিতা বড়ুয়া। বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা ২০ এ বর্তমানে তার অবস্থান। পরে ধাপ ১০ এর পাড় হতে পারলেই চ্যাম্পিয়ন হবার লড়াই ।

বাংলাদেশের চ্যানেল আই’র পর্দায় অনুষ্টিত ইজাজ খান স্বপন পরিচালিত বাংলাদেশের সবচেয়ে বড় গানের রিয়ালিটি শো সেরা কণ্ঠের এই রাউন্ডে বিচারকদের নাম্বারের পাশাপাশি মৌমিতা বড়ুয়ার প্রয়োজন দর্শকদের মূল্যবান ভোট। ভোটিং প্রক্রিয়া শুরু হবে আগামী ৪ ডিসেম্বর রাত ৮টার পর থেকে । এবং সবার কাছ থেকে এই মূল্যবান ভোট পেয়ে সেরা কন্ঠের রাউন্ডে যেতে অপেক্ষার প্রহর গুনছে মৌমিতা বড়ুয়া।