উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখা পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় চিহ্নিত অস্ত্রধারীরা দিনে দুপুরে সশস্ত্র হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়ে স্কুল ছাত্রী সহ দুই জনকে হামলা চালিয়ে গুরুতর জখম করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে।
জানা যায়, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকার আব্দুল জলিল প্রকাশ লেদুর ছেলে এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত অস্ত্রধারী তোফাজ্জলের নেতৃত্বে মোস্তাফিজের ছেলে আজিম, জসিমের ছেলে রমিজ, নেজাম উদ্দিনের ছেলে কফিল উদ্দিন ও বাবুল সহ শীর্ষ পূর্ব – পরিকল্পিত ভাবে ও অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে পার্শ্ববর্তী রুমখা পশ্চিম বড়ুয়া পাড়া এলাকার মৃত মিয়াকান্ত বড়ুয়ার ছেলে হতদরিদ্র ভুলু বড়ুয়ার বসত ভিঠা দখলে নিতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা শনিবার দুপুর ১২ টার দিকে ভুলু বড়ুয়ার বাড়ীভাংচুর ও লুটপাট চালানোর সময় বাধা প্রধান করিলে এসময় অস্ত্রধারীরা হামলা চালিয়ে প্রিয়দর্শী বড়ুয়ার স্ত্রী শিখা বড়ুয়া ও তার মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী পিংকী বড়ুয়া গুরুতর আহত হয় বলে জানা যায়। এসময় আহতদের শোর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে অস্ত্রধারীদের কবল থেকে আহতদের উদ্ধার করতে ব্যর্থ হয়ে উখিয়া থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদেরকে উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে। এব্যাপারে শিখা বড়ুয়া বাদী হয়ে ৫ জনকে প্রধান আসামী করে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেন এবং উক্ত হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত পূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।