আগামী ৩০ নভেম্বর -১ ডিসেম্বর ২০১৭ সুইজারল্যান্ড এর জেনেভার জাতিসংঘ এর আন্তর্জাতিক হিউম্যান রাইটস এর সম্মেলনে যোগ দিচ্ছেন ডা. বিদ্যুৎ বড়ুয়া। তিনি ১ ডিসেম্বর জাতিসংঘে শান্তি প্রতিষ্ঠায় সিভিল সোসাইটি এর ভূমিকা শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন। বক্তব্যের বিষয়বস্তূ হচ্ছে The Role of Civil Society in Peace building, Conflict Resolution, and Democratization. উল্লেখ তিনি ইতিপূর্বে বেলজিয়াম ,সুইডেন সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন। তিনি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও ডেনমার্ক আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একসময় ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রসংসদ এর ভিপি ছিলেন।