চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক জ্যোতিষ বড়ুয়া (৭১) আর নেই। বার্ধক্যজনিত কারণে শুক্রবার (২৪ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে নগরীর ব্যাটারিগলির নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।(অনিচ্চা বত সাংখারা)
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী ও শিক্ষার্থী রেখে গেছেন। শনিবার (২৫ নভেম্বর) সকালে নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহারে প্রথম স্মরণসভা বিকেলে গ্রামের বাড়ি রাউজানের পাঁচখাইনে শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
১৯৭৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন জ্যোতিষ বড়ুয়া। পরবর্তীতে ২০১২ সালে পালি বিভাগ থেকে অধ্যাপক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। এসময়ে বিভাগীয় প্রধানসহ প্রাচ্যভাষা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।