ধর্মকে উপলব্ধি করতে হলে ভালো মানুষ হতে হবে। অহিংস চেতনায় মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ধর্ম মানুষের অন্তরে কখন পৌঁছবে তা জানতে হবে। ধর্মকে ধারণ করতে হলে প্রকৃত ধর্ম উপলব্ধি করতে হবে।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর চৌমুহনী গুমাই বিল চত্বরে বুদ্ধ মহাধাতু চৈত্যর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সর্দ্ধদেশনা ও বৌদ্ধ জ্ঞাতি সম্মেলনে বৌদ্ধ সাধক ভদন্ত শীলানন্দ স্থবির( ধুতাঙ্গ)তার বক্তব্যে এ কথা বলেন।
রাঙ্গুনিয়া কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্ম চক্র বিহারের অধ্যক্ষ বিমল জ্যোতি মহাস্থবিরের সভাপতিত্বে বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রাজা নগর শাক্যমুনি রাজ বিহারের অধ্যক্ষ ইন্দ্রচারা মহাস্থবির, ইছামতি ধাতুচৈত্য বিহারের অধ্যক্ষ সুমঙ্গল মহাস্থবির, পোমরা জ্ঞানাঙ্কুর বিহারের অধ্যক্ষ শাসনপ্রিয় মহাস্থবির, নজরের টিলা ধাতু রতœ বিহারের অধ্যক্ষ সত্যানন্দ ভিক্ষু, উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী স্বজন কুমার তালুকদার, সভাপতি পূর্ণচন্দ্র মুৎসুদ্দী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয় বড়ুয়া, প্রচার সম্পাদক সুব্রত বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে সকাল থেকে হাজার হাজার পুণ্যার্থীর ঢলে পুরো চত্বর ভরে ওঠে।