ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ ভদন্ত সুবিমল মহাথের আজ (২০ নভেম্বর) সোমবার স্থানীয় সময় ভোর ৪ টায় উনার বিহার ভারত পশ্চিমবঙ্গ বান্ধবনগর ধম্মচক্র বিহারে পরলোকগমন করেন। (অনিচ্চা বত সাংখারা)
তিনি বাঁশখালী উপজেলাধীন ঐতিহ্যবাহী জলদী গ্রামে জন্মগ্রহণ করেন।
আসুন সকলেই মিলে এ মহান সংঘপুরুষের নির্বাণ শান্তি কামনায় পূণ্যদান করি।
সাধু, সাধু, সাধু।