প্রেস বিজ্ঞপ্তি : সেচ্ছায় সমাজ সেবা, মানবতার কাজে বর্তমান সময়ে চট্টগ্রাম সহ তিন পার্বত্য জেলায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সহ বহির্বিশ্বে সকলের কাছে সু-পরিচিত সংঘটন ত্রিরত্ন সংঘ। সকলের আন্তরিক সহযোগীতা ও ভালোবাসা নিয়ে ২০০৭ সাল থেকে ত্রিরত্ন সংঘ বর্তমানে কৃতিত্বের সাথে পথ চলার ১০বছরে পা দিয়েছে।গত ১৭ই নভেম্বর রোজ শুক্রবার ফুলকি এ কে খান মিলনায়তনে সংঘের ১০ বছর পূর্তি, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পৃষ্ঠিপোষক ও আজীবন সম্মাননা এবং বর্ষসেরা সদস্য নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এম পি, জাতীয় সংসদ সদস্য চট্টগ্রাম-১৪।উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক নারীনেত্রী মিসেস ববিতা বড়ুয়া,প্রধান বক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।সম্মানিত সংবধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন অধ্যাপক ববি বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলা শাখার সাধারণ সম্পাদিকা, বিশিষ্ট লেখক সাহিত্যিক সোহেল মো ফখরুদি দ্দীন।এতে সংঘের প্রধান পৃষ্ঠিপোষক
সম্মাননা প্রাপ্ত হোন লায়ন আদর্শ কুমার বড়ুয়া(পি এম জে এফ) সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ বৌদ্ধ সমিতি,চিপ এডভান্সজার লায়ন ডিস্টিক ৩১৫ বি৪ বাংলাদেশ।তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার সুযোগ্য কন্যা অধ্যাপিকা ববি বড়ুয়া।পৃষ্টপোষক সম্মাননা ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, কার্যকরী সভাপতি, বোয়ালখালী সম্মেলিত বৌদ্ধ পরিষদ ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক উজ্জ্বল কান্তি বড়ুয়া সমাজ কল্যান সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাহার সহধর্মিণী। এছাড়া সংঘের সেরা সদস্য নির্বাচিত হয় সংঘের সাংগঠনিক সম্পাদক পুলক বড়ুয়া,কার্যকরী সদস্য এর প্রধান দেবুপ্রিয় বড়ুয়া দেবু, কার্যকরী সদস্য হৃদয় বড়ুয়া।উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা সূর্যসেন বড়ুয়া শংঙ্কু,সংঘের সাধারণ সম্পাদক বাবু সুমন বড়ুয়া কমল, সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক অনুষ্ঠানে যুগ্ম আহবায়ক প্রকৌশলী জয়তু বড়ুয়া নিপ্পন,সংঘের সাংগঠনিক সম্পাদক ও অনুষ্টানের আহবায়ক বাবু পুলক বড়ুয়া, সাধারণ সদস্য সুপন,লেবানন প্রবাসী আজীবিন সদস্য বাবু সুমিত্র বড়ুয়া।এতে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি অভি বড়ুয়া অর্ণব। সঞ্চালনায় ছিলেন সংঘের সমাজ কল্যান সম্পাদক টিপলু বড়ুয়া ও মহিলা সদস্য লিপি বড়ুয়া। আজীবন সদস্য ও জিপিএ ৫ প্রাপ্তদের নাম উপস্থাপনা করেন সংঘের মহিলা সম্পাদিকা লাবণ্য বড়ুয়া টিনা,মহিলা সদস্য অবন্তিকা বড়ুয়া,রনি বড়ুয়া।অনুষ্টানে মঙ্গলাচরণ পাঠ করেন সংঘের ধর্মীয় সম্পাদক প্রিয়বংশ ভিক্ষু।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সুন্দন দেশ জাতি গঠনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।ঐক্যবদ্ধ হয়ে সুন্দর দেশ গঠনে কাজ করতে হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি নিজ হাতে কেক কাটেন ও আজীবন সকল সদস্যকে নিজ হাতে সম্মাননা প্রদান করেন।
অনুষ্টানে সকল ছাত্র/ছাত্রীদের ক্রেষ্ট প্রদান করা হয় লায়ন আদর্শ কুমার বড়ুয়া ফাউন্ডেশন এর সৌজন্যে।