বাংলাদেশী বৌদ্ধদের ২য় সর্বোচ্চ ধর্মীয় গু্রু, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, উপমহাদেশের কিংবদন্তী সংঘমনীষা , মহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ, অনাথ পিতা, উপসংঘরাজ,শাসন শোভন, ড. জ্ঞানশ্রী মহাস্হবির মহোদয়ের ৯৩ তম জন্ম দিবস গতকাল শুক্রবার নগর ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৌদ্ধ বিহার শুরু হয়েছে ।
বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বাংলাদেশ বৌদ্ধ সমিতি (যুব,) বাংলাদেশ বৌদ্ধ সমিতি (মহিলা) আয়োজিত ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে নন্দনকানন বৌদ্ধ বিহারে, ৯৩ টি প্রদীপ প্রজ্জ্বলন, আয়ুসংস্কার প্রার্থণা করা হয় এবং নবরত্ন সুত্রপাঠ অনুষ্ঠিত হয়।
মুল অনুষ্টান আজ ১৮ নভেম্বর শনিবার সভাপতিত্ব করবেন একুশে পদকপ্রাপ্তমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ উপসংঘরাজ সত্যপ্রিয় মহাস্থবির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রুতিধর, উপসংঘরাজ শীলানন্দ মহাস্থবির মহোদয়।
আজকের অনুষ্ঠানমালার মধ্য রয়েছে ভোর ৫ টায় মংগল সুত্র পাঠ, সকাল ৯ টায় জন্মদিনের কেক কাটা,সকাল ৯.৩০ থেকে ১টা পর্যন্ত অষ্টপরিস্কার সহ সংঘদান ও উপসংঘরাজ,শাসন শোভন, ড. জ্ঞানশ্রী মহাস্হবির মহোদয়ের জীবন ভিত্তিক সদ্ধর্ম সভা।
উক্ত অনুষ্ঠানমালায় সকলের উপস্থিতি কামনা করেছেন উদযাপন পরিষদের সভাপতি বাবু প্রমোতোষ বড়ুয়া ও সাধারন সম্পাদক স্বপন কুমার বড়ুয়া।