রুমি চৌধুরী :
মনের ঘরে আঁধার রেখে
কী লাভ আলোয় মন্দিরে?
মনকে আলোয় ভরিয়ে তবে
বাহির পানে চাও ফিরে।
স্বর্গ-নরক চাও যদি কেউ
সবই পাবে এই ধরায়
পাপ-পুন্যের বিচার করে
মিছেই সময়টা হারায়।
দানের আগে নাম খুঁজিলে
সেই দানে আর ফল কোথায়!
স্বার্থ ভেবে দান করিলে
নামটাই শুধু ঝুলে মাথায়।
চোখ খোলা রেখে অন্ধ হয়ে
ধর্ম করে লাভটা কী!
জীবন শেষে দেখতে পাবে
ষোল আনাই তার ফাঁকি।
সংস্কার আর বিবেক দিয়ে
যাচাই কর ধর্মকে
অন্ধভাবে বিশ্বাস করে
দোষ দিও না কর্মকে।