ক্যান্সার এ আক্রান্ত চৈতি বড়ুয়ার চিকিৎসার সাহায্যার্থে এগিয়ে আসুন
মীরশরাইয়ের চরসর গ্রামের অমল বড়ুয়া ও জনি বালা বড়ুয়ার ক্যান্সার এ আক্রান্ত কন্যা চৈতি বড়ুয়ার (বয়স- ৮ বৎসর) জন্য – প্রান্তিক ওয়েল ফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সোমবার (১৩ নভেম্বর) চৈতির মায়ের হাতে বিশ হাজার প্রদান করা হয় চিকিৎসা ব্যয়ভার সহায়তা হিসেবে। সম্প্রতি তার অপারেশন সম্পন্ন হয়। প্রান্তিক ট্রাস্টের পক্ষ থেকে ট্রাস্টি লোকপ্রিয় বড়ুয়া এ টাকা তুলে দেন। গ্রহিতার পক্ষে চৈতির মা জনিবালা বড়ুয়া, চৈতী’র মামা – মামী, সমীরণ বড়ুয়া ও এ কাজের সমন্বয়ক হিসেবে স্থপতি বিজয় তালুকদার উপস্থিত ছিলেন। এই মহৎ কাজে মানবিক সাহায্যের জন্য প্রান্তিক ওয়েল ফেয়ার ট্রাস্টকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।