এসএম.হান্নান শাহ্ ঢাকা থেকে :
কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ কতৃক অায়োজিত ৭ম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে গতকাল ১১ নভেম্বের বিকাল ৪ টার সময় বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার মিলনায়তনে “অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্টায় জাতীয় ঐক্যমত সৃষ্টি”শীর্ষক অালোচনা সভা, ও সিজেএফবি পার্সোনালিটি এ্যাওয়ার্ড ২০১৭ প্রদান ও জাতীয় চ্লচ্চিত্র শিল্পিদের নিয়ে জমকালো সাংস্কৃতিক অনুষ্টান সম্পন্ন হয়েছে।
এতে করে সংগঠনের জুরিবোর্ড কতৃক এক জরীপে নির্বাচিত হয়ে অনুষ্টানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শামসুল হক টুকু’র
হাত থেকে চট্রগ্রাম বিভাগের সফল অাইনজীবী হিসেবে ও চট্রগ্র্রাম জর্জকোর্টে নিজের কর্মরত অাইন পেশায় সমাজের অবহেলিত ও নির্যাতিত বিচারপ্রার্থীদের বিভিন্নভাবে অাইনি সহায়তা প্রদান সহ এক অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ এডভোকেট রিক্তা বড়ুয়া এ সম্মাননা ও এ্যাওয়ার্ডে কৃতিত্বের সহিত সিজেএফবি পার্সোনালিটি এ্যাওয়ার্ড ২০১৭ প্রাপ্ত হয়ে ভুষিত হন।
এ্যাডভোকেট রিক্তা বড়ুয়া যেসকল সংঘটনের সাথে যুক্ত আছেন:
১. আজীবন সদস্য, চট্টগ্রাম ডায়বেটিক সমিতি।
২. আজীবন সদস্য, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি।
৩. সাংঘটনিক সম্পাদক, বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদ, চট্টগ্রাম মহানগর।
৪. সাংঘটনিক সম্পাদক, জাতীয় পেশাজীবি লীগ, চট্টগ্রাম দক্ষিন জেলা।
৫. আইন সম্পাদক, শ্রমিক লীগ, পটিয়া উপজেলা।
৬. সদস্য, চট্টগ্রাম আইনজীবি সমন্বয় পরিষদ।
এ্যাডভোকেট রিক্তা বড়ুয়া পশ্চিম পটিয়ার লাখেরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক প্রয়াত গকুল চন্দ্র বড়ুয়া ও শিক্ষিকা প্রয়াতা মন্জুশ্রী বড়ুয়ার একমাত্র কন্যা এবং সঙ্গীতশিল্পী ত্রিদিব বড়ুয়া রানা’র সহধর্মিনি।