1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ অপরাহ্ন

সম্যক এর নবীন সদস্য বরণ অনুষ্ঠান

প্রতিবেদক
  • সময় শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৭১৯ পঠিত

চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন “সম্যক” এর নবীন সদস্য বরণ আয়োজন অনুষ্টান গতকাল বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তন এ অনুষ্টিত হয় ৷ মূল্যবোধের চেতনায় আসুক, নতুন বৌদ্ধ তারুণ্য এ স্লোগানকে ধারণ করে এবারের সদস্য সংগ্রহ আয়োজনে নানা শ্রেণী-পেশার, শিক্ষানবীশ ছাত্র-ছাএী, চাকরীজিবি অংশগ্রহণ করে ৷ আয়োজনের শুরুতে পবিত্র ত্রিপিটক পাঠ করেন অমিত বডুয়া ৷ এর পর সংগঠনের পক্ষ থেকে বক্তব্য পাঠ করেন চম্পক বডুয়া, প্রণয় বডুয়া, অতনু বডুয়া, ও উৎসব বডুয়া ৷ এরপর নতুন সদস্যদের সদস্য ফরম পূরণ করার পাশাপাশি তাদের ফুল দিয়ে বরণ করে নেন সম্যক এর কার্যকরি সদস্যবৃন্দগণ ৷ অপরুপা বডুয়া সঞ্চলনায় প্রতিষ্টাতা সভাপতি শুভ বডুয়ার সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্যক এর সাধারণ-সম্পাদক প্রণয় বডুয়া, সম্যক এর সহ সাধারণ-সম্পাদক চম্পক বডুয়া, সাংগঠনিক সম্পাদক অতনু বডুয়া, সহ সাংগঠনিক সম্পাদক উৎসব বডুয়া, প্রচার-প্রকাশনা সম্পাদক উৎসব বডুয়া (২), সহ প্রচার প্রকাশনা সম্পাদক রিদম বডুয়া, সহ মহিলা সম্পাদিকা তমা বডুয়া, কার্য্যকরি সদস্য অভিক, পিয়াল, বিজয়, অমিত বডুয়া সহ প্রমুখ সদস্যবৃন্দগণ ৷

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!