বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এর সভাপতি মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের মহোদয় একুশে পদক(বাংলাদেশ), ফ্রা বিশুদ্ধিবংশ( থাইল্যান্ড), অগ্গ মহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ (মায়ানমার) উপাধি পাওয়ায় গণসংবর্ধনা কমিটির প্রস্তুতি সভা শুক্রবার (১০ নভেম্বর) চট্রগ্রাম কাতালগঞ্জ নব পন্ডিত বিহার এ প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গণ সংবর্ধনা আগামী ০৫ জানুয়ারি ‘১৮ শুক্রবার মুসলিম ইনস্টিটিউট হল, চট্টগ্রাম এ অনুষ্ঠিত হবে।