অভিজিত বড়ুয়া বিভু:
কার কি দোষখানি
তাই নিয়ে উস্কানি
বাড়ছে দিন দিন
নেচে তা ধিন ধিন।
কেউ সেজেছে ধর্মান্ধ
কেউ বা ধর্মভীরু,
কেউ বা আবার যেচে
সাজতে চায় হিরো।
কেউ কেউ একে অন্যকে
চায় না দিতে মান,
গোপন ছলে গোলেমালে
গায় অনৈক্যের গান।
কেউ আবার তামাশা দেখে
আড়ালে দেয় তালি,
অপেক্ষা করে আগ্রহভরে
কে দেয় কাকে চুনকালি।
কেউ আবার ধর্মের সাথে
অধর্ম মিশায় রোজ,
মনগড়া যত নিজের মত
দেয় তকমা ডোজ।
কেউবা হাসে কেউবা ফাঁসে
প্রতিহিংসায় গা ভাসায়,
কেউ আবার ফেইসবুকে
ভাঁড় সেজে লোক হাসায়।
কি আর করা ভুবন ধরায়
কত চরিত্রের মানুষ,
নিজের মত কত শত
উড়ায় রঙিন ফানুস।
তবুও মনে প্রশ্ন জাগে
ঠিক হচ্ছে ত সব কর্ম!
বিতর্কিত করছি না তো
নিজ জাতিসত্তা ধর্ম?