নিজস্ব প্রতিবেদক: মাদার তেরেসা এ্যাওয়ার্ড -২০১৭ পাচ্ছেন দৈনিক পূর্বকোণের সিনিয়র ক্রীড়া সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু। এ পুরস্কার দিচ্ছে বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডার্স। এ বছরে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ, তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
আগামী ১৪ নভেম্বর’১৭ ঢাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিতব্য এক সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এড. ফজলে রাব্বী মিয়া এমপি এ এ্যাওয়ার্ড হস্তান্তর করবেন। উদ্বোদক হিসেবে বাংলাদেশ আ’লীগের উপদেস্টা ইউসুফ হোসেন হুমায়ুন, প্রধান আলোচক আব্দুল মতিন খসরু এমপি, শেখ ফজলে নুর তাপস এমপিসহ আরো অনেকে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।