প্রেস বিজ্ঞপ্তি; বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কর্তৃক পরিচালিত মোমিন রোডস্থ চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কর্তৃক অনুমোদনক্রমে ভদন্ত প্রজ্ঞাময় ভিক্ষুকে ভারপ্রাপ্ত বিহারাধ্যক্ষ হিসেবে বরণ করা হয়। নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিহারে আগমন এবং দায়িত্ব গ্রহণ উপলক্ষে গত ৭ নভেম্বর বিকাল ৫ ঘটিকায় বিহার প্রাঙ্গণে এক অভ্যর্থনা সভার আয়োজন করা হয়। উক্ত অভ্যর্থনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুব এর সভাপতি কাতালগঞ্জ নব-পণ্ডিত বিহারের বিহারাধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের। সূর্য্যসেন বড়ুয়া শংকুর পরিচালনায় অভ্যর্থনা সভায় পঞ্চশীল প্রার্থনা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বরণের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রধান করেন-স্বদেশ কুসুম চৌধুরী, প্রকৌশলী বিধানচন্দ্র বড়ুয়া, কাজল কান্তি বড়ুয়া, মিথুন বড়ুয়া, প্রণবরাজ বড়ুয়া, অলক বড়ুয়া বিটু, সুবোধ কান্তি বড়ুয়া, দীলিপ কুমার বড়ুয়া, রেবা বড়ুয়া, রূপম বড়ুয়া, অর্ণব বড়ুয়া অভি, কমল বড়ুয়া সমুন, বিকাশ বড়ুয়া প্রমুখ।