মিয়ানমারের রাখাইন অঞ্চলে রোহিঙ্গাদের ওপর সহিংসতার ঘটনার আঁচ বাংলাদেশেও লেগেছিলো। যার পরিপ্রেক্ষিতে একজন বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুকে বেনাপোল সীমান্ত এলাকায় অপহরণ করা হয়েছিলো। জ্ঞানমিত্র ভিক্ষু নামের ওই বৌদ্ধ ভান্তেকে অপহরণ করে তার ওপর চালানো হয়েছিলো অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন। তারপর তাকে দিয়ে একটি স্বীকারোক্তিমূলক ভিডিওচিত্র নির্মাণ করা হয়। এ ভিডিও চিত্র ফেইসবুকে ভাইরাল হলে টনক নড়ে প্রশাসনের।
পুলিশ সেই অপহরণকারী সন্ত্রাসীদেরকে আটক করেছিলো। সুত্র থেকে জাাাা যায় সেই ঘটনার পর থেকে শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন জ্ঞানমিত্র ভিক্ষু। ক্রমশঃ তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।
তার কিডনি ও লিভার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিলিগুড়ি’র প্রধান চিকিৎসক অপারগ হয়ে তাকে মাদ্রাজের ভেলোরে চিকিৎসা করার পরামর্শ দেন কিন্তু তিনি অর্থহীন বিধায় তার পক্ষে চিকিৎসা করা অসম্ভব ।
জ্ঞানমিত্র ভিক্ষুর বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। বাড়িতে তাঁর পক্ষাঘাতগ্রস্ত মা ছাড়া আর কেউ নেই বলে জানা গেছে।
আমি বাঁচতে চাই ‘জ্ঞানমিত্র ভিক্ষু এ শিরোনামে একটা নিউজ বিবর্তনের নজরে আসে, সেখানে প্যারিসের একটা নাম্বার দিয়ে সহুযোগিতার চাওয়া হয়। তার অনুকুলে কিছু ছবি ডাক্তারি সাটিফিকেট সংযুক্ত করা হয়। এ নাম্বারের ফোন করেও কোন প্রতিউত্তর পাওয়া যায়নি।