বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শিল্প-সংস্কৃতি-সভ্যতার প্রাণকেন্দ্র ফ্রান্সে প্যারিসের অদুরে Moissy Cramayel নামক এক উপ শহরে ইউরোপ এর বুকে আকাশ আলো করা এক মনোরম থাই বুদ্ধ বিহার wat thammapathip।এই বিহারে রবিবার (২৯ অক্টোবর) দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র সূত্র পাঠের মাধ্যমে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অষ্টপরিস্কার দান, মহতী সংঘদান, সদ্ধর্মসভা। সবশেষে রয়েছে বহু আকাঙ্ক্ষিত কঠিন চীবর দান।
এ ছাড়া রয়েছে থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজের স্মরণ বিশেষ অনুষ্টান।
উক্ত অনুষ্টানে পন্ডিত ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যযে এ মনোরম স্থাপনায় প্রতিস্থাপন করা হয়েছে হাজারের উপর সৌম্য বুদ্ধ মূর্তি ।