সুহাস বড়ুয়া (বোস্টন): গত ২৮শে অক্টোবর বোষ্টনে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় বস্টন বাংলাদেশ বৌদ্ধ বিহার এবং মেডিটেশন সেন্টারে ২য় বারের মতো দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার বৌদ্ধ ভিক্ষু অধ্যাপক ডক্টর চরথা মহাস্থবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দেবাশীষ বড়ুয়া, এবং সহ-সভাপতি সুহাস বড়ুয়া। ধর্মালোচনায় অংশ নেন বাংলাদেশের উপালি শ্রমণ, তেজবংশ ভিক্ষু, প্রিয় রক্ষিত ভিক্ষু, শ্রীলংকার সামিতা ভিক্ষু, তিব্বতের গেইসি গেওয়াং টেনলি, বার্মার ডক্টর কাবিসারা, এবং কম্বোডিয়ান ভিক্ষুনী মায়া। উপস্থিত ছিলেন কম্বোডিয়ান ৫ জন বৌদ্ধ ভিক্ষু। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্ৰজয় বড়ুয়া। পবিত্ৰ ত্রিপিটক থেকে পাঠ করে ঐশী বড়ুয়া।
উল্লেখ্য গত আষাঢ়ী পূর্ণিমা থেকে প্ৰবারনা পূর্ণিমা পর্যন্ত বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশনের সদস্য -সদস্যাদের আমন্ত্রণে হার্ভার্ড স্কলার বাংলাদেশের প্রিয় রক্ষিত থের এবং শ্রীলঙ্কার সামিতা থের বোষ্টন বাংলাদেশ বৌদ্ধ বিহার এবং মেডিটেশন সেন্টারের পক্ষ থেকে তিন মাস বর্ষা ব্রত পালন করেন। বৌদ্ধ নীতি অনুসারে বোস্টন বাংলাদেশ বৌদ্ধ বিহার এবং মেডিটেশন সেন্টারের পক্ষ থেকে এই কঠিন চীবর দান অনুষ্টিত হয়। বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশনের সর্বস্তরের সদস্য -সদস্যাসহ কয়েকটি দেশের প্রবাসী বৌদ্ধরা এতে অংশ গ্রহণ করেন।